ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ট্রান্সকম বেভারেজ অনলাইন ভ্যাট রিটার্নে ব্যবহার করবে প্রিজমভ্যাট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২০

ট্রান্সকম বেভারেজ লিমিটেড ট্রান্সকম গ্রুপের একটি সফট ড্রিংক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মূলত পেপসি ব্রান্ডের সফট ড্রিংকগুলো প্রস্তুত করছে এই প্রতিষ্ঠান। 

গত ৩০ জুন ২০১৯ সালের ভ্যাট অনলাইন সফটওয়্যার ব্যবহার নীতিমালার প্রবর্তনে সকল ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশ রাজস্ব বোর্ডের নির্দেশিত সফটওয়্যার ব্যবহার ও অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়। ভ্যাট আইন ২০১২ ও সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনীয় ও দক্ষ জনবলের অভাব বিবেচনায় রেখে সফটওয়্যার ব্যবহার আইনের সময় বৃদ্ধি করা হয় ২৯ ফেব্রুয়ারী ২০২০পর্যন্ত।

ডিভাইন আইটি লিমিটেড ২০০৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সারির সফটওয়্যার কোম্পানি। যারা ইআরপি ও ভ্যাট সফটওয়্যার উৎপাদন সম্পন্ন করে। নামকরা প্রিজমভ্যাট সফটওয়্যার এনবিআরের তালিকা গুণগত মানে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। প্রিজমভ্যাট  একটি সহজ ভ্যাট ম্যানেজমেন্ট সফটওয়্যার যা প্রিজম ইআরপি সহ অন্য যেকোনো সফটওয়ারের সঙ্গে ইন্টিগ্রেটেড হয়ে ভ্যাট রিটার্ন তৈরী করে। 

ট্রান্সকম বেভারেজ লিমিটেড প্রিজমভ্যাট ব্যবহারের মাধ্যমে ফুড ও বেভারেজ ইন্ডাস্ট্রি খাতে রাজস্ব হিসাব ডিজিটালাইজ হওয়ার অগ্রজ কোম্পানি হিসেবে বিবেচিত হবে যা এই খাতের সকলকে ভ্যাট অনলাইন রিটার্ন জমা দিতে উদ্ভুদ্ধ করবে বলে মনে করেন সকলে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি